ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ-আলু আমদানি শুরু

Posted on November 27, 2024

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গে স্লট বুকিং বন্ধ থাকায় সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর দিয়ে গত দুই ধরে পেঁয়াজ ও আলু আমদানি বন্ধ ছিলো। আর গতকাল মঙ্গলবার সকাল থেকে পেয়াজ ও আলু আমদানি বন্ধ থাকলেও অনান্য মালামাল আমদানি স্বাভাবিক ছিলো।

ফের স্লট বুকিং চালু করায় বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অন্যান্য পণ্যবাহী ট্রাকের মতন ৪০ টি ট্রাকে পেঁয়াজ ও আলু ট্রাক বন্দরে প্রবেশ করে। ১৮ ট্রাক পেঁয়াজ ও ২২ ট্রাকে আলু আমদানি হয়। এর মধ্যেমে ভোমরা বন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হলো।

ভোমরা বন্দরের আলু ও পেঁয়াজ আমদানিক কারক মো. হাসান আলী বলেন, সকাল থেকে ভোমরা বন্দরে ২২ ট্রাকে আলু ও ১৮ ট্রাক পেঁয়াজ মোট ৪০ ট্রাক আলু-পেঁয়াজ আমদানি হয়েছে।

এ ছাড়া ভারতীয় অংশে ঘোজাডাঙা বন্দরে এখনও ২৫ ট্রাক পন্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সন্ধ্যার আগে এগুলো বাংলাদেশে আসতে পারে।

তিনি বলেন, বর্তমানে শুধু আগে থেকে এলসি করা ও স্লট বুকিংকৃত পণ্য আমদানি হচ্ছে। চলতি সপ্তাহ থেকে নতুন কোন স্লট বুকিং করা যাচ্ছে না। এজন্য আগামী কয়েক দিন পর আমদানি বন্ধ হয়ে যেতে পারে।

ভোমরা স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, এখন পর্যন্ত ভারত সরকার কর্তৃক পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধের কোন সিদ্ধান্ত নেয়নি এ ছাড়া এলসি খোলার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নতুন করে স্লট বুকিং বন্ধ রাখায় আমদানিতে প্রভাব পড়তে পারে।