অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক তেল কোম্পানির উত্তোলন করা গ্যাস বিতরণের বকেয়া ভ্যাটের দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনকে (পেট্রোবাংলা) তাগাদা দিয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিউ)। বকেয়া ভ্যাটের ৫ হাজার কোটি টাকা জমা প্রদানের ব্যবস্থা নেওয়ার জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পেট্রোবাংলা এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিউ) আওতাধীন। গত ২৪ নভেম্বর এলটিইউয়ের ভ্যাট বিভাগের কমিশনার অফিস থেকে এ বিষয়ে তাগিদপত্র দেওয়া হয়েছে।
পেট্রোবাংলাকে দেওয়া এলটিইউয়ের চিঠির সূত্রে জানা যায়, উত্তোলিত গ্যাস বিতরণের বিপরীতে পেট্রোবাংলার বিপরীতে বকেয়া ভ্যাট বাবদ ১৩ হাজার ২৭৮ কোটি টাকা দীর্ঘদিনেও পরিশোধ না হওয়ায় জটিলতা নিরসনে ও বকেয়া পরিশোধে এনবিআর ও পেট্রোবাংলার মধ্যে বেশ কয়েকবার সভা হয়। এরই ধারাবাহিকতায় উত্তোলিত গ্যাস বিতরণের বিপরীতে ২০০৯ সালের জুলাই থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত বকেয়া ভ্যাটের ১৩ হাজার ২৭৮ কোটি টাকা তিন অর্থবছরে পরিশোধে অর্থ বিভাগকে বিনা সুদে পেট্রোবাংলাকে ঋণ প্রদান করার সিদ্ধান্ত হয়। যেমন- ২০২৩-২৪ অর্থবছরে ৫ হাজার কোটি টাকা, ২০২৪-২৫ অর্থবছরে ৫ হাজার কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার ২৭৮ কোটি টাকা ঋণ হিসাবে অর্থ বিভাগ পেট্রোবাংলাকে দেবে।
এরই মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে বকেয়া রাজস্ব পরিশোধের জন্য পেট্রোবাংলাকে ৫ হাজার কোটি টাকা জমা হয়েছে। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৫ হাজার কোটি টাকা জমা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে অনুরোধ করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
৫ হাজার কোটি টাকা ভ্যাট জমা https://corporatesangbad.com/493761/ |