আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করে নিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের আরও একটি গ্রাম দখল করেছে। খবর এএফপির।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক ইউনিট… ইউক্রেন-নিয়ন্ত্রিত কুপিয়ানস্ক শহরের নিকটবর্তী কোপাঙ্কি গ্রাম মুক্ত করেছে।
এর আগে রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের ৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। স্থানীয় সময় সোমবার ইউক্রেন থেকে রাশিয়ায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসিএমএস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় প্রথমবারের মতো হামলা চালায় ইউক্রেন। ওয়াশিংটন থেকে হামলার অনুমোদন পাওয়ার পরেই ওই হামলা চালানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এগুলো কী ধরনের ক্ষেপণাস্ত্র ছিল বা এগুলো কোথায় ভূপাতিত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার পর থেকেই মস্কো এবং কিয়েভ নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে।
মস্কো গত বৃহস্পতিবার ইউক্রেনীয় শহর দিনিপ্রোতে একটি পরীক্ষামূলক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুদ্ধে এ ধরনের অস্ত্র আবারও ব্যবহার করা হতে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইউক্রেনের আরও একটি গ্রাম দখলে নিল রাশিয়া https://corporatesangbad.com/493663/ |