নিজস্ব প্রতিবেদক: চেতনানাশক ওষুধ খাইয়ে পরিবারের সকল সদস্যকে অজ্ঞান করে নগদ ৬ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চাড়াভাঙ্গা গ্রামে আব্দুল মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তার স্ত্রী শিউলি বেগম জানান, দিনের যে কোনো সময় দুস্কৃতিকারীরা সুযোগ বুঝে রান্না ঘরে রাখা লবনের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। ওই লবন দিয়ে রান্না করা খাবার খেয়ে সবাই অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে বারান্দার লোহার গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে জমি বিক্রির আলমারীতে রাখা নগদ ৬ লাখ টাকা ও স্বর্ণের চেইন এবং কানের দুল লুট করে। রাত ৩ টার দিকে ছোট মেয়ে ঐশির ঘুম ভাঙ্গলে সবাই জেগে ওঠে। এ সময় পরিবারের সকলেই ভাংচুর ও লুটপাটের দৃশ্য দেখতে পান। ভুক্তভোগী পরিবারটি মামলা করবেন বলেও গণমাধ্যম কর্মীদের জানান।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চেতনানাশক ওষুধ খাইয়ে নগদ টাকা-স্বর্ণালংকার লুট https://corporatesangbad.com/493649/ |