বিনোদন ডেস্ক : বাংলাদেশে আধুনিক নাটকের জনক ও কৃতি বুদ্ধিজীবী-শিক্ষাবিদ-গবেষক শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর শততম জন্মদিন আগামীকাল ২৭ নভেম্বর। তাঁরই আদর্শে অনুপ্রাণিত থিয়েটার নাট্যগোষ্ঠী রীতি অনুযায়ী তাদের প্রবর্তিত এ বছরের মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রাপকদের নাম ঘোষণা করেছে।
মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন আমাদের মঞ্চের প্রতিভাধর অভিনয় ও সঙ্গীত শিল্পী শিমুল ইউসুফ।
মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্যে মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের গুণী অভিনেতা জাহাঙ্গীর আলম।
মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের পঁচিশ হাজার টাকা। আগামীতে প্রতি এক বছর অন্তর এই দু’টি পদক প্রদান করা হবে।
১৯৮৯ সালে প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা এ পর্যন্ত যাঁরা পেয়েছেন তাঁরা হচ্ছেন :
মোহাম্মদ জাকারিয়া, অমলেন্দু বিশ্বাস (মরণোত্তর), আবদুল্লাহ আল-মামুন, নাগরিক নাট্য সম্প্রদায়, সৈয়দ জামিল আহ্মেদ, রামেন্দু মজুমদার, মুক্তধারা, সাঈদ আহমদ, ফেরদৌসী মজুমদার, সৈয়দ শামসুল হক, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ, সেলিম আল দীন, আলী যাকের, নিখিল সেন, আসাদুজ্জামান নূর, জিয়া হায়দার, মলয় ভৌমিক, পার্থপ্রতিম মজুমদার, অধ্যাপক আবদুস সেলিম, মনোজ মিত্র, আরণ্যক, লিয়াকত আলী লাকী, মৃত্তিকা চাকমা, ম. হামিদ, কেরামত মাওলা, ড. ই¯্রাফিল শাহীন, ড. দেবজিত্ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক শফি আহমেদ, সারা যাকের, তারিক আনাম খান, লাকী ইনাম ও কামালউদ্দিন নীলু।
ভারতে ও বাংলাদেশে গ্রুপ থিয়েটার চর্চার অন্যতম পথিকৃৎ মোহাম্মদ জাকারিয়ার নামাঙ্কিত পদক তরুণ নাট্যজনকে উৎসাহিত করার লক্ষ্যে থিয়েটার ১৯৯৭ সালে প্রথম প্রবর্তন করে। এ যাবত যাঁরা মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন তাঁরা হচ্ছেন :
আহমেদ ইকবাল হায়দার, মান্নান হীরা, শিমুল ইউসুফ, ঠান্ডু রায়হান, খালেদ খান, দেবপ্রসাদ দেবনাথ, নাসিরুল হক খোকন, মাসুম রেজা, আমিনুর রহমান মুকুল, ফয়েজ জহির, জগলুল আলম, শুভাশিস সিনহা, বাবুল বিশ্বাস, অসীম দাশ, থিয়েটারওয়ালা, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা নিত্রা, ড. আইরিন পারভীন লোপা, আকতারুজ্জামান, অভিজিৎ সেনগুপ্ত, রুমা মোদক, পান্থ শাহ্রিয়ার, শিশির রহমান, সম্বিত সাহা, জ্যোতি সিন্হা, সায়িক সিদ্দিকী ও বাকার বকুল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মুনীর চৌধুরী-মোহাম্মদ জাকারিয়া পদক পাচ্ছেন যারা https://corporatesangbad.com/493585/ |