গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর বোর্ডবাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)এর মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের তিনজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার থেকে তিন দিনের শোক ঘোষণা করছে। এসময় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া এক সাপ্তাহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মাটির মায়া ইকো রিসোর্টে পিকনিক করতে যাওয়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় আইইউটির তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকাহত। দূর্ঘটনায় একই বিভাগের আরও তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত ছাত্রদের চিকিৎসায় সর্বোত্তম সহযোগিতা করবে।
এই হৃদয়বিদারক ঘটনায় প্রয়াত শিক্ষার্থীদের আত্মাদের সম্মান জানাতে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করেছে এবং আইইউটি পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। ২৩ নভেম্বর এশার নামাজের পরে আইইউটির মসজিদে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া শ্রদ্ধার চিহ্ন হিসেবে এবং এই ট্র্যাজেডির গুরুত্বের স্বীকৃতিস্বরূপ সমস্ত একাডেমিক কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। দূর্ঘটনার আশপাশের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তিন ছাত্রের মৃত্যুর ঘটনায় একাডেমিক কার্যক্রম এক সপ্তাহ স্থগিত https://corporatesangbad.com/493415/ |