'আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড' পেল শাহজালাল ইসলামী ব্যাংক

Posted on October 16, 2023

কর্পোরেট ডেস্ক : ২০২২ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য দশম আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স-২০২২ এ গোল্ড পুরস্কার (প্রথম স্থান) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধনের পাশাপাশি সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-কে উক্ত পুরস্কার প্রদান করা হয়।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-কে ইসলামীক ব্যাংকিং কোম্পানীজ ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি;
অনলাইনে যুক্ত হন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, আইসিএসবির সভাপতি মোহাম্মদ আসাদ উল্ল্যাহ, আইসিএসবির করপোরেট গভর্নেন্স কমিটির চেয়ারম্যান নুরুল আলম, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এসএম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিমউদ্দৌলা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার।