চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী জয়নাল আবেদীন নফরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা কোর্টমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা সেনা কাম্প।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গায় দায়িত্বরত সেনাবাহিনীর এক প্রেসবিজ্ঞপ্তিতে এতেথ্য জানিয়ে বলা হয়েছে, চুয়াডাঙ্গা দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জয়লান আবেদনী নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক, অবৈধ অস্ত্র, হত্যা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। গত সোমবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নাল আবেদীন নফরকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়ুল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আসামী জয়লান আবেদীন নফরকে মঙ্গলবার বিকেলে দর্শনা থানা হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি নফর গ্রেফতার https://corporatesangbad.com/492841/ |