ডিএসইর দরপতনের শীর্ষে উঠে সোনালী আঁশ

Posted on November 19, 2024

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ নভেম্বর)লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার ওয়েস্টার্ন মেরিনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩৫ টাকা ৭০ পয়সা বা ১১.৯১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা পাওয়ারের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ১৪ পয়সা বা ৯ দশমিক ৬৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৫১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জিলবাংলা সুগার মিল।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নাভানা সিএনজি, শামপুর সুগার মিলস, অগ্নি সিস্টেমস, জিবিবি পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, রতনপুর স্টিল এবং এম.এল ডাইং লিমিটেড।