সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানার আলোচিত আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি লিটন শেখকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে র্যাব-১২ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরাও অংশ নেন।
র্যাব জানায়, গত ২০ অক্টোবর সিরাজগঞ্জ শহরে ব্যবসায়িক বিরোধের জেরে আশফাকুল আউয়ালকে গলা চেপে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল।
গ্রেফতারকৃত লিটন শেখ (৩৫)। সিরাজগঞ্জ সদর উপজেলার নেলছাপাড়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
র্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, লিটন শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল। অবশেষে তাকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে আশফাকুল হত্যা মামলায় পলাতক আসামি গ্রেফতার https://corporatesangbad.com/492778/ |