সাফজয়ী দলকে ফ্রিজ উপহার দিলো ওয়ালটন

Posted on November 18, 2024

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় জাতীয় দলের ফুটবলারদের উপহার হিসেবে ফ্রিজ দিয়েছে ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

রোববার (১৭ নভেম্বর) বাফুফে ভবনে সাফ নারী চ্যাম্পিয়ন দলকে সম্মাননা জানিয়েছে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে সাফ কন্টিনজেন্টের ৩২ সদস্যকে এই উপহার দিয়েছে ওয়ালটন।

এ সময় বাফুফে নির্বাহী কমিটির সদস্য এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, কোচ পিটার বাটলার ও ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও খেলাধুলা বিষয়ক উপদেষ্টা এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মেয়েদের ফুটবল লিগ ও প্রতিশ্রুত ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন নিয়ে আশা প্রকাশ করেছেন বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে কিরণ বলেন, ‘মেয়েরা যখন বয়সভিত্তিক পর্যায়ে ভালো করতো তখনও ওয়ালটন আমাদের পাশে ছিল, মেয়েদের উৎসাহিত করতো, সংবর্ধনা দিতো। সেটা যত ছোটই হোক যত বড়ই হোক সবসময় ওয়ালটন আমাদের পাশে ছিল। এ জন্য ওয়ালটনকে ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতেও ওয়ালটন একইভাবে পাশে থাকবে।’

তিনি আরো বলেন, ‘আগামী বছর যেন মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজিত হতে পারে, আমরা সেটি নিয়ে ভাবছি। মেয়েদের প্রিমিয়ার লিগ যেন আরও জমজমাট হতে পারে, আশা করবো সে জন্য দেশের শীর্ষ ক্লাবগুলো এবার এগিয়ে আসবে।’

ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘ওয়ালটনের সঙ্গে ফেডারেশনের সম্পর্ক বহু পুরোনো। আমি যখন শুরু করেছি তখনও দেখেছি ওয়ালটন সবসময় মেয়েদের ফুটবলের পাশে ছিল। অবশ্যই আমি মনে করি এটা মেয়েদের অনুপ্রাণিত করে।’

এছাড়া ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘যারা ফ্রিজ নিতে চান না, তারা এর পরিবর্তে অর্থ গ্রহণ করতে পারবেন।’