নড়াইলে দুই ভাইকে হত্যা: যুবদল সভাপতিসহ ২৯ জন কারাগারে

Posted on November 18, 2024

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে দুই ভাইকে হত্যা, যুবদল সভাপতিসহ ২৯ জন কারাগারে। নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখ (৩৫) হত্যা মামলায় লোহাগড়া উপজেলা যুবদল সভাপতিসহ ২৯ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক হেলাল উদ্দিন জামিন নামুঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন বিকেলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন-লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খাঁন মাহমুদ আলম, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর কবির ওরখ লিন্টু শেখ, ইকবাল শেখ, কালাম শেখ, দেলবার খান, জহির খান, তহিদুল খান, আবির খান, হিরন মৃধা, হাসান মৃধা, মশিয়ার মৃধা, বাচ্চু শেখ, জিল্লুর রহমান, ঝন্টু শেখ, বুলি শেখ, তানভির মৃধা, আদর মল্লিক, শাহাজান মল্লিক, হিদা শেখ, বরকত শেখ, হালিম খান, সৈকত সরদার, লুলু শেখ, আজাদ শেখ, সোহেল মৃধা, মাসুম শেখ, মামুন মৃধা এবং শেখ ফারুক মৃধা।

উল্লেখ্য, চলতি বছরের (১১ সেপ্টেম্বর) আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ নিহত হন। এ ঘটনায় তাদের আরেক ভাই ইরান শেখসহ মোট ৫ জন আহত হন। ঘটনার তিনদিন পরে ১৪ সেপ্টেম্বর নিহতদের বড় ভাই মল্লিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ শেখ উপজেলা যুবদলের আহ্বায়কসহ ৩৬ জনকে অভিযুক্ত করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন