তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে না দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লির মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের বাসিন্দা নূর আহমদ বনবীথি এলাকায় বসবাস করছিলেন। বৃদ্ধ বয়সেও শহরের অলিতে-গলিতে দুই-পাঁচ টাকা দামের বিভিন্ন জিনিস ফেরি করে বিক্রি করতেন তিনি।
বনবীথি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নূর আহমদ প্রতি ওয়াক্ত নামাজের সময় মসজিদে সবার আগে চলে আসতেন। বরাবরের মতো শনিবার জোহরের সময় মসজিদে এসে দুই রাকাত নফল নামাজ পড়েন। পরে মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করলে তিনি জবাব দিচ্ছিলেন। এ সময় হঠাৎ মসজিদের মেঝেতে ঢলে পড়েন। তাঁকে একটু পানি পান করান এর পর ওনার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জুনেদ বলেন, নূর আহমদ খুবই ভালো মানুষ ছিলেন। দুই টাকা দামের তাগা, ব্যান্ড, সুঁই, সুতা ইত্যাদি বৃদ্ধ বয়সে ও ফেরি করে বিক্রি করতেন তিনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মৌলভীবাজারে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু https://corporatesangbad.com/492541/ |