দরপতনের শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ড

Posted on November 17, 2024

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৭ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে চলে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ড লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৭ নভেম্বর) ওয়েস্টার্ন মেরিনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭০ পয়সা বা ৯.০৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেস্ট হোল্ডিংসের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৮৭.৭৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪৬ টাকা ৩অ পয়সা বা ৬.৯০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, দেশবন্ধু পলিমার, জেমিনি সী ফুড, ফার ইস্ট নিটিং, লুব-রেফ বাংলাদেশ এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।