নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৭ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫০টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার ডিএসইতে স্টাইলক্রাফটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা ডরিন পাওয়ারের দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ।
রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট, নাভানা ফার্মা, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এমএল ডাইং, কনফিডেন্স সিমেন্ট, আমান কটন এবং এসএস স্টিল লিমিটেড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে স্টাইলক্রাফট https://corporatesangbad.com/492476/ |