দর পতনের শীর্ষে তসরিফা ইন্ডাস্ট্রিজ

Posted on November 14, 2024

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার দিন শেষে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা বা ৯ দশমিক ১৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রানার অটোমোবাইলস পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৫০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইভেন্স টেক্সটাইলস লিমিটেড, সাইনপুকুর সিরামিকস লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যামিলিটেক্স বাংলাদেশ লিমিটেড।