ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চাঁদার টাকায় প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় অনুষ্ঠান

Posted on November 14, 2024

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের এক কর্মকর্তার বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ব্যক্তিগত টাকায়। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ওই হাসপাতাল কেন্দ্রীক একাধিক ওষুধ কোম্পানির প্রতিনিধির (এনিম্যাল হেল্থ বিভাগ) সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার ছিল ওই অফিসের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল জলিলের বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে ৫০০ টাকা করে চাঁদা তোলেন। সেই টাকা দিয়েই অনুষ্ঠানের কাজ সম্পন্ন করা হয়।

তারা জানান,অনুষ্ঠান উপলক্ষে হাসপাতাল কেন্দ্রীক ১৬-১৭ জন কর্মরত প্রতিনিধির প্রত্যেককে পাঁচশ করে টাকা ধরা হয়েছিল। একসঙ্গে চলতে গেলে টাকা দিতে বাধ্য। দু'জন ছাড়া সকলকে ব্যক্তিগতভাবে এ টাকা দিতে হয়েছে। খবরটি প্রকাশ পেলে উপজেলা অফিস পাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. সাজেদুল ইসলাম অনুষ্ঠানের কথা স্বীকার করে বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে টাকা গ্রহনের বিষয়টি আমার জানা নেই।