নিজস্ব প্রতিবেদক: নৌ-সংরক্ষণ সংস্থা বিআইডব্লিউটিএ আরিচা ড্রেজার বেইজ অফিসের সামনে যমুনার পাড়ে রক্ষিত পাইপ বয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিআইডব্লিউটিএ সংস্থার হাই-ডেনসিটি পলিথিন-এইচডিপিই নির্মিত মূল্যবান বিপুল সংখ্যক পাইপ আগুণে পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে, পুড়ে যাওয়া পাইপের সংখ্যা ও ক্ষতির পরিমান নির্ণয়ের কাজ চলছে।
স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার খবর ড্রেজার অফিসে জানানো হলেও কর্মকর্তা কর্মচারীরা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়নি।
জানা গেছে, যমুনা নদীতে নাব্য সংকট নিরসনে ড্রেজিংয়ে ব্যবহৃত পাইপ ভাসমান রাখার জন্য ফোম নির্মিত পলিথিন আবরণকৃত বয়া ব্যবহার করা হয়। এ বছর জুন মাসে ড্রেজিংয়ের জন্য আনা প্রায় আট ফুট উঁচু ও ১৬ ফুট ব্যাসের বিপুল সংখ্যক পাইপ আরিচা পুরাতন লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিএ ড্রেজিং বেইজ অফিসের সামনে জেগে উঠা চরে রাখা হয়।
স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নদীর পাড়ে রাখা পাইপে আগুন লাগার খবর ড্রেজার অফিসে জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়নি। অপরদিকে উত্তরদিক থেকে প্রবাহিত বাতাসে আগুণ দ্রুত ছড়িয়ে পরে। কিন্তু, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও গড়িমসির কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে, কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেন।
ড্রেজার ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, সকাল পৌনে আটটার দিকে এ আগুনের সূত্রপাত হলে স্থানীয়ভাবে আয়ত্বে আনার চেষ্টা ব্যর্থ হয়। আগুনের ঘটনাটি নাশকতা বলে সন্দেহ করা হচ্ছে।
ড্রেজিং ইউনিটের একাধিক কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলাপকালে জানা যায়, নদীর পাড়ে দীর্ঘদিন যাবৎ রাখা এ সকল পাইপ পাহারা দেয়ার জন্য সংস্থার কোন লোক নিযুক্ত ছিল না। তবে, সংস্থার কর্মকর্তারা জানান, বেইজ অফিসের গেটে আনসার কর্মরত থাকে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, সকাল পৌনে নয়টার দিকে খবর পেয়ে শিবালয় ও ঘিওর উপজেলার তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপণ করা হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আরিচা লঞ্চ ঘাটে ড্রেজার পাইপে ভয়াবহ অগ্নিকান্ড https://corporatesangbad.com/491980/ |