বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি অ্যাপার্টমেন্ট থেকে মডেল-অভিনেতা সং জে রিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) তার বাড়ি থেকে মৃত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অভিনেতার মরদেহের পাশেই একটি সুইসাইড নোটও পেয়েছে তারা। তবে এটি আত্মহত্যা না খুন, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
এদিকে সং জে রিমের মৃত্যুর খবরে তোলপাড় শুরু হয়ে গেছে শোবিজ ইন্ডাস্ট্রিতে। অভিনেতার এমন মৃত্যু কেউ মেনেই নিতে পারছেন না। কারণ, পুরোদমে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন তিনি। আচমকা কেন আত্মহত্যা করবেন এই অভিনেতা! এই প্রশ্ন বাসা বেঁধেছে তার ভক্তদের মনে। ইতোমধ্যে তদন্তে নেমেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টায় সং জে রিমের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ফ্ল্যাটের ভেতরে ঢুকে অভিনেতার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন সং জে রিম। ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। পরে ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’র মতো একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকের মন ছুঁয়ে যান সং জে রিম।
এছাড়া কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’, টেলি সিরিজ ‘টু উইকস’, ‘কুইন উ’ সিরিজে দর্শকের নজর কাড়েন এই অভিনেতা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ফ্ল্যাট থেকে অভিনেতার মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য https://corporatesangbad.com/491790/ |