ভারতে পালানোর সময় অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Posted on November 12, 2024

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অর্থঋন মামলায় ৬ মাসের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বোরহান হিমু (৩৭) ঢাকার চকবাজার থানার ওয়ারেন্টভুক্ত আসামী। সে চকবাজার থানার আগা নওয়াব দেউড়ি এলাকার মোহাম্মদ ইকবাল হোসেনের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে ভারতে যাবার জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাই করা হয়। আগে থেকেই তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল।

ইমিগ্রেশন পুলিশের কাছে স্বীকারোক্তিতে ধৃত বোরহান হিমু জানান, তিনি ঢাকার চকবাজার থানায় অর্থঋন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাকে পোর্ট থানা বেনাপোলে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে চকবাজার থানায় প্রেরণ করা হবে বলে জানান ওসি।