কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ নভেম্বর) এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের নেতৃত্বে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এ নির্দেশনা বাস্তবায়ন করে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। তিনি জানান, ইতোমধ্যে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৭২ হাজার ডিটেকটেড হয়েছে। এটা অফিসিয়ালি। আন-অফিসিয়ালি আরও বেশি। আইনজীবী মাহিন বলেন, কলকাতা তাদের ডেঙ্গু সমস্যা অনেকদূর মিটিয়ে ফেলেছে। মালয়েশিয়াও করেছে। এগুলো আদালতে বলেছি।
আদালতের ভিউ হচ্ছে, ডেঙ্গু প্রতিরোধের ওপর সরকারের বেশি মনোযোগ প্রয়োজন। কার্যকরী পদক্ষেপ নিতে আদালত ৩০ দিন সময় দিয়েছেন। আর ৬০ দিনের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন। এ কমিটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করবেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ https://corporatesangbad.com/491717/ |