বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক রহিমাবাদ এলাকায় আবুল কালাম ওরফে কালা (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি রহিমাবাদ উত্তর পাড়ার মৃত সইমুদ্দিনের ছেলে।
আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, বৃদ্ধ কালা ও তার স্ত্রী সন্তানরা সবাই মানসিক ভারসাম্যহীন। অন্যের জমি চাষাবাদ করে সংসার চলতো।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে লোকমুখে জানা যায়, বৃদ্ধ কালার গলাই ছুরির আঘাত করা মরদেহ তার নিজ বাড়ির উঠানে পড়ে ছিল।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও খুন করে খুনিরা তার বাড়ির সামনে ফাঁকা জায়গায় মরদেহ রেখে গেছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শাজাহানপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার https://corporatesangbad.com/491621/ |