সিরাজগঞ্জ প্রতিনিধি: রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সাবেক পিপিকে বেধড়ক পিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ভিডিও সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পক্ষে-বিপক্ষে ফেসবুকে পোস্ট করে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
রোববার (১০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে আব্দুর রহমান স্লোগান দিলে তাকে গণপিটুনি দেওয়া হয়। আব্দুর রহমান দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্বে রয়েছেন। তিনি সিরাজগঞ্জ-৫ আসন এবং জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে আব্দুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট জেবুন্নেছা জেবা রহমান জানান, ‘আমি সিরাজগঞ্জ কোর্টে ছিলাম। রোববার দুপুরের দিকে শুনি তিনি (আব্দুর রহমান) ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে মারধর করা হয়েছে।’
ভিডিও ফুটেজে দেখা যায়, অ্যাডভোকেট আব্দুর রহমান ছাত্র-জনতার বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা দ্রুত সময়ের মধ্যে দেশে চলে আসবেন-বলেই জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দিয়েছেন।’
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাছিরুল আমিন বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হওয়া কিছু লোককে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ করেছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের তিন নেতা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। তাকে সিরাজগঞ্জে আনার জন্য প্রস্তুতি চলছে।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
"জয় বাংলা" স্লোগান দেওয়ায় সিরাজগঞ্জের সাবেক পিপিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ https://corporatesangbad.com/491482/ |