টানা ৫৩ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার

Posted on November 11, 2024

গাজীপুর প্রতিনিধি: টানা ৫৩ ঘন্টা পর গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে করা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষনা দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্রমিকদের পাওনাদি নিয়ে কিভাবে পরিশোধ করা যেতে পারে সে ব্যাপারে স্যারের আলাচনা করবেন। এই আশ্বাসের প্রেক্ষিত্রে শ্রমিকরা আজকের মতো ছেড়ে দিয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস প্রদান করা হলে তারা অবরোধ তুলে নেন। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বেতন না পেলে মহাসড়ক ছাড়বো না, শ্রমিকরা এমন শক্ত অবস্থান নিলে এক মাসের বেতন আগামী রোববার প্রদান করা হবে বলে মুঠোফোনে শ্রম সচিব এমন প্রতিশ্রæতি প্রদান করেন। এমন আশ্বাসের প্রেক্ষিত্রে সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে টিএনজেড গ্রæপের আন্দোলনকারী শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে। দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো টানা ৫২ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের অবসান হলো।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) নাজির আহমেদ জানান, সোমবার ১টার পর শ্রম মন্ত্রণালয়ের মাননীয় সচিব শ্রমিকদের উদ্দেশ্যে মোবাইল ফোনে বক্তব্য রাখেন। তাঁর ওই বক্তব্য সেখানকার মাইকে প্রচার করা হয়। এসময় সেখানে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী কর্মকর্তা, শিল্প পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

শ্রম সচিব বলেছেন, সরকার দায়িত্ব নিয়ে আগামী রোববারের মধ্যে ৬ কোটি টাকা অনুদান হিসাবে দিবে। শ্রমিকদের অন্যান্য দাবি ও পাওনা কিভাবে, কবে পরিশোধ করা হবে তা আলোচনার জন্য শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন। পর্যায়ক্রমে তাদের পাওনা পরিশোধ করে দিবে। এসময় শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করেছেন। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিন, আমরা অপেক্ষায় আছি।

এমন আশ্বাসের প্রেক্ষিত্রে দুপুর ২টার দিকে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।