ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া নতুন তিনজনের মধ্যে দুজন এবং পুরনোদের মধ্যে এক উপদেষ্টাকে দপ্তর বণ্টন করা হয়েছে। একইসঙ্গে প্রধান উপদেষ্টাসহ বর্তমান উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরনোদের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তবে দফতর পুনর্বণ্টনের পর তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
অধ্যাপক আসিফ নজরুল উপদেষ্টা হিসেবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দফতর বণ্টনের পর তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
ব্রি. জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন উপদেষ্টা হিসেবে বস্ত্র, পাট ও নৌ-পরিবহনের দায়িত্বে ছিলেন। এখন তাকে নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে সালেহ উদ্দিন আহমেদ অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন থেকে তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
উপদেষ্টা হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন থেকে তিনি ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এছাড়া আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এখন থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তিনি।
আর উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন থেকে তিনি যুব ও ক্রীড়ার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এছাড়া নতুন উপদেষ্টাদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে শেখ বশিরউদ্দীনকে। তবে এখনও কোনো দায়িত্ব দেয়া হয়নি মাহফুজ আলমকে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন https://corporatesangbad.com/491429/ |