নতুনব্রিজে বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

Posted on October 15, 2023

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের নতুনব্রিজ বাস উল্টে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তাঁর নাম মাওলানা সাইফুল্লাহ খালেদ। তিনি পটিয়া পৌরসভার হাজী আব্দুস সাত্তার জামে মসজিদের খতিব।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে শাহ আমানত সেতু (নতুনব্রিজ) এর মাঝপথে বাকলিয়া থানার অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ খালেদ (৪২) এর বাড়ি বাঁশখালী উপজেলার গন্ডামাড়া বড়ঘোনা এলাকা। তাঁর পিতার নাম মাহাবুবুল আলম।

পরিচয় সনাক্তের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম।

একই দুর্ঘটনায় আরও ১১জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। আহতরা হলেন— মির হোসাইন রবিন (৩০), মিজান (২৮), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম (৩০), বশির আহমেদ (৫০), নাসির আহমেদ (৫৫), সাহেবা (২১), জয়নাব বেগম (৩৫), মো. অভি (১২), আরজু (১৭) ও লাকি আক্তার (৪০)। তবে আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. শোয়াইব হোসেন মুন্সি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেতুতে পড়ে থাকা লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হলেও শহর কাছে থাকায় তাঁরা যার যার মত করে হাসপাতালে চলে গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় দুর্ঘটনায় একজন লোক মারা গেছে এ ঘটনায় আহত ১১ জনকে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ওসি মো. আবদুর রহিম বলেন, মইজ্যারটেক এলাকা থেকে শহরে প্রবেশের সময় শাহ আমানত সেতুতে একটি মিনিবাস উল্টে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে মাওলানা সাইফুল্লাহ খালেদ নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।