বেনাপোলে ২৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Posted on November 10, 2024

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালি ইউনিয়ন গ্রামের অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের ২শ‘ ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে যশোর-৬ র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

রবিবার (১o নভেম্বর) রাত ৪টার সময় অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ ইনামুল হোসেন (২০), পিতা- মোঃ জামাল হোসেন, মাতা- মোছাঃ নাছিমা খাতুন, ২। মোঃ শামীম মোড়ল (২৭), পিতা- মোঃ নাজিম উদ্দিন, মাতা- মোছাঃ নাসিমা খাতুন, উভয় সাং- পুটখালী পশ্চিমপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর ।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লে. মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালী ইউনিয়নের জনৈক মোঃ নাসিরের আম বাগানের পূর্ব পাশের্^র ধইঞ্চা খেতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিক্তিতে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের দেখানো, ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উক্ত ধইঞ্চা খেতের মধ্যে পানির মধ্যে লুকানো অবস্থায় মোট ২শ ৭০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৮,১০,০০০/- (আট লক্ষ দশ হাজার টাকা মাত্র)।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।