নিজস্ব প্রতিবেদক : সারাদেশে পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা এবং ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ এবং একটি কারখানা সিলগালা করা হয়েছে।
অন্যদিকে, নিষিদ্ধ পলিথিন বিক্রয় করার দায়ে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ টি প্রতিষ্ঠানকে ২৫০০ টাকা জরিমানাসহ ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ https://corporatesangbad.com/491140/ |