আন্দোলনে আহতদের সাতক্ষীরায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Posted on November 7, 2024

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে সাতক্ষীরায়। জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার রাতে শহরের ফারজানা ক্লিনিকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত সাব্বির হোসেন, গোলাম হোসেন ও মাসুদ রানার চিকিৎসা সেবা প্রদান করেন, ফারজানা ক্লিনিকের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মফিজুল ইসলাম।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এ এইচ রিফাত, ইলিয়াস হোসেন, সদস্য হাজী আহসান উর প্রদীপ, হাসানুর রহমান, ফারজানা ক্লিনিকের পরিচালক নাজমুল হোসেন প্রমুখ।

জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা এসময় বলেন, ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে পর্যায়ক্রমে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আজ থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। যা চলমান থাকবে।

তারা জানান, আহতদের মধ্যে যাদের অবস্থা বেশী খারাপ তাদেরকে প্রয়োজনে ঢাকায় পাঠানো হবে। আর যাদের চিকিৎসা ঢাকায়ও সম্ভব হবেনা তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠানো হবে।