এনসিসি ব্যাংক পরিচালনা পর্ষদের দুইটি কমিটির নতুন চেয়ারম্যান

Posted on November 6, 2024

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক এর পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি খায়রুল আলম চাকলাদার, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং মীর সাজেদ উল বাসার এফসিএ অডিট কমিটির চেয়ারম্যান পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক। তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ম্যাক্সওয়েল গ্রুপ এর চেয়াম্যান। তাঁর নেতৃত্বে ম্যাক্সওয়েল গ্রুপটি একাধিক ব্যবসার সাথে জড়িত এর মধ্যে উল্লেখযোগ্য হলো ম্যাক্সওয়েল ইলেকট্রনিক্স, ম্যাক্সওয়েল ট্রেডিং করপোরেশন, ইস্টার্ন লজিস্টিকস্ লিঃ, বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিঃ, রুটস্ ফুড এন্ড বেভারেজ লিঃ, অটোক্যাপ ব্রিকস্ লিঃ, টোটাল এয়ার সার্ভিসেস লিঃ জিএসএঃ এয়ারএশিয়া ও কুয়েত এয়ারওয়েস, টোটাল লজিটিস্ক এন্ড কুরিয়ার সার্ভিসেস লিঃ জিএসএঃ এসএমএসএ এক্সপ্রেস, টিএএস এভিয়েশন লিঃ, টোটাল কার্গো সার্ভিসেস লিঃ, ড্রাগন গার্ডেন উখিয়া, আরবান রেসপন্স লিঃ, গুলশান পয়েন্ট প্রাইভেট লিঃ ইত্যাদি। জনাব চাকলাদার অংখ্য সামাজিক ও জনকল্যাণকর কাজের সাথে জড়িত। তিনি এমএম চাকলাদার মহিলা কলেজ ও কেএনসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, শেরে বাংলা স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর, ঢাকা এর প্রাক্তন প্রেসিডেন্ট, চিলড্রেন ক্যান্সার শেল্টার হোমের সদস্য ছাড়াও আরও অনেক এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির নতুন চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ তাঁর ২৬ বছরের পেশাদার ক্যারিয়ারে অনেক স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মটোরোলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইডিএলসি ফাউন্যান্স, ইমপ্রেস গ্রুপ ইত্যাদি। তিনি ব্যাংকের জন্য সর্বপ্রথম ৩,৫০০ মিলিয়ন টাকার কনভার্টেবল বন্ড, পোশাক খাতের জন্য ৭০০ মিলিয়ন টাকার জিরো কুপন বন্ড এবং বাংলাদেশের জন্য ১ম বারের মতো ১০,০০০ মিলিয়ন টাকার ইমপ্যাক্ট ফান্ড গঠন করেন।

তিনি একাডেমিক বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফেকাল্টি মেম্বার। তিনি কেপিএমজি বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষিত এবং ইনিস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের একজন ফেলো মেম্বার।

এছাড়াও, তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সাসটেইনেবল ইনভেস্টিং কোর্স সম্পন্ন করেছেন। তিনি এসএজে ইমপ্যাক্ট ব্লিস লিঃ (টেকসই বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ সংস্থা) এর চেয়ারম্যান এবং একজন পাবলিক অ্যাকাউন্ট্যান্ট।