তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক পারাপারের সময় একটি শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (৬ নভেম্বর) সকালর দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পাঁচজনকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন—শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের পূর্ব মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭)ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)।
আহতরা হলেন—মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গিরিন্দ্র দেবের ছেলে সৈকত দেব (১৮), পূর্ব মাইজদিহি গ্রামের আলামাছ মিয়ার ছেলে রাব্বী (১৮), পৃর্ব মাইজদিহি গ্রামের মজিদ মিয়ার ছেলে সিএনজি চালক জুয়েল আহমদ (২০) ও ভানুগাছ বাজারের সুলেমান মিয়ার মেয়ে জান্নাতুল (১১)। তাঁদেরকে গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ সরকারি কলেজের (প্রাক-নির্বাচনী পরীক্ষার্থী) আসছিল একটি অটোরিক্সায়। পথে ভানুগাছ বটতলা এলাকায় দৌড়ে একটি শিশু রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। পরে আল সায়েম ঘটনাস্থলে ও অমিত সূত্রধরকে সিলেট হাসপাতালে নেওয়ার পথে মারা য়ায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কমলগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কলেজছাত্রের https://corporatesangbad.com/490906/ |