সাউথইস্ট ব্যাংকে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত

Posted on November 6, 2024

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সম্প্রতি হাইব্রিড মডেলে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর ভারপ্রাপ্ত প্রধান এ, কে, এম, এহসান প্রধান অতিথি হিসাবে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মানিত প্রধান অতিথি তার বক্তব্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের করণীয় সম্পর্কে পরামর্শ দেন এবং প্রতিরোধের কৌশলগুলোর উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সাম্প্রতিক সমস্যা ও এর প্রতিরোধে ব্যাংকের স্বপ্রণোদিত পদক্ষেপসমূহ নিয়ে আলোকপাত করেন।

ব্যাংকের সকল শাখা প্রধানগণ, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ, উপশাখা ও অফশোর ব্যাংকিং ইউনিট প্রধান সহ সর্বমোট ৩৫০ জন উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়া, ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দও উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোঃ মাছুম উদ্দিন খান সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে উক্ত সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।