অর্থ-বাণিজ্য ডেস্ক : চলতি ২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান।
বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।
তিনি বলেন, ধানের ক্ষেত্রে মূল্য হবে ৩৩ টাকা প্রতি কেজি। সিদ্ধ চালের ক্ষেত্রে ৪৭ টাকা প্রতি কেজি। আতপ চালের ক্ষেত্রে ৪৬ টাকা প্রতি কেজি। উৎপাদন খরচ বিবেচনায় গত বছরের তুলনায় দাম দুই থেকে আড়াই টাকা বেড়েছে।
তিনি আরও বলেন, এ বছর পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে তিন লাখ মেট্রিক টন সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে আর দুই লাখ মেট্রিক টন ওপেন টেন্ডার পদ্ধতিতে। এরই মধ্যে টেন্ডার অনুমোদন ও দাখিল হয়েছে।
সিদ্ধান্ত হয়েছে আমন (সিদ্ধ ধান এবং চাল) সংগ্রহ মৌসুম শুরু হবে ১৭ নভেম্বর থেকে শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। আতপ চালের ক্ষেত্রে ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত।
খাদ্য সচিব বলেন, সেদ্ধ চাল ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এ ধান ও চাল সংগ্রহ করা হবে। আতপ চাল সংগ্রহ করা হবে ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ সময় পর্যন্ত।
চালের দাম কমানো নিয়ে পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, ওএমএস কর্মসূচি, খাদ্যবান্ধব কর্মসূচি, টিসিবির কার্যক্রম সেগুলো বাড়ানোর চেষ্টা চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আমন মৌসুমের ধান-চালের মূল্য নির্ধারণ https://corporatesangbad.com/490874/ |