আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেঁজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ নকল খাদ্য পন্য এবং যৌন উত্তেজোক ওষুধ উদ্ধার করেছে টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বেলা ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের ফেরীঘাট সড়কের জনি স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠান মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
এ সময় তিনি বলেন, বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় ফেরীঘাট সড়কের মেসার্স জনি স্টোর নামের প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ভেঁজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ নকল খাদ্য পন্য এবং যৌন উত্তেজোক ওষুধ উদ্ধার করা হয়। অভিযানে জনি স্টোরের মালিক হামিদুর রহমান জনিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১, ৫১ ও ৫৫ ধারায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানের ৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় এবং ভেঁজাল পন্য জব্দ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
সজল আহম্মেদ আরও বলেন, এর আগেও এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একই অপরাধে জরিমানা করা হয়। ওই সময় প্রতিষ্ঠান মালিক প্রতিশ্রুতি দেয়েছিলেন আর কখনও এ ধরনের কাজ করবেনা। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা না করে পূর্বের ন্যায় তার কার্যক্রম চালিয়ে গেছে। বুধবার ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেঁজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ নকল পন্য এবং যৌন উত্তেজোক ওষুধ উদ্ধার করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, সেনাবাহীনির ওয়ারেন্ট অফিসার জুলফিকার আলীর নেতৃত্বে সেনাবাহীনির একটি টিম, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, কার্যকারী সদস্য আরিফুজ্জামান জুয়েল, জেলা পরিবেশক সমিতির সাবেক সভাপতি সালাউদ্দিন চান্নু ও ছাত্র প্রতিনিধি।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় ভেজাল শিশুখাদ্য ও নকল পণ্য বিক্রির অপরাধে ৪ লাখ টাকা জরিমানা https://corporatesangbad.com/490857/ |