সাতক্ষীরায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে পৃথক দুটি মাদ্রাসা ভবনের উদ্বোধন

Posted on October 14, 2023

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরে সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে পৃথক দুটি ৪ তলা বিশিষ্ট নব-নির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকালে আগরদাঁড়ী ইউনিয়নের বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা ও পরে বাঁশদহা ইউনিয়নের মির্জানগর দাখিল মাদ্রাসার ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত মাদ্রাসা ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় উপস্থিত ছিলেন- মির্জানগর দাখিল মাদ্রাসার সভাপতি জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ,

বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এডভোকেট এসএম হাসান উল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন,

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বকচরা আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. রমজান আলী, মির্জানগর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. জালাল উদ্দীন, মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র নির্মাণে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (টিএমইডি) বাস্তবায়নে নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা ও ৩ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে মির্জানগর দাখিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট নব-নির্মিত একাডেমিক ভবনের করা হয়।