মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ৪০টি রাজ্যের ফলাফলের অপেক্ষা

Posted on November 6, 2024

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪০টির বেশি রাজ্যে এরই মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। ধীরে ধীরে আসতে শুরু করেছে ফলাফলের পূর্বাভাস। তবে কিছু রাজ্যের ফল জানতে অপেক্ষার প্রহর আরও খানিকটা দীর্ঘ হতে পারে।

প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টির জন্য ১৬২ ইলেকটোরাল ভোট মোটামুটি নিশ্চিত। আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জিতছেন ৮১টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।

মূলত নিজেদের শক্ত ঘাঁটিগুলোর ফলাফলেই প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন ট্রাম্প। ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোর ফলাফল সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

টেক্সাস, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়াইমিং, আরাকানসাস, সাউথ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে জিততে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর কমলা হ্যারিস জিতছেন ডেলাওয়ার, রোড আইল্যান্ডের মতো রাজ্যগুলোতে।

বিবিসির তথ্যমতে, মিশিগান, পেনসিলভানিয়া, উইসকসসিন, জর্জিয়া, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদায় দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। এসব রাজ্যে তাদের ভোট ব্যবধান খুবই কম।