এনসিসি ব্যাংকে “সাসটেইনেবল ফাইন্যান্স বিষয়ক” ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

Posted on November 5, 2024

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংকে “সাসটেইনেবল ফাইন্যান্স বিষয়ক” ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন এর সভাপতিত্বে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ রাফাত উল্লা খান, মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, সিআইও মোহাম্মদ আনিসুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগের যুগ্ম পরিচালকবৃন্দ সাখাওয়াত হোসেন, আহমেদ যুবায়ের মাহবুব ও মোঃ আবু রায়হান উপস্থিত ছিলেন।

এছাড়াও, অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানসহ শতাধিক নির্বাহী ও কর্মকর্তা আলোচনায় অংশগ্রহণ করেন। সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের ইন-চার্জ ও নারী ব্যাংকিং প্রধান নিঘাত মমতাজ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী বর্তমান প্রেক্ষাপটে সবুজ ও টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিভিন্ন সেক্টরে অর্থায়নের ক্ষেত্রে পরিবেশগত দিক বিবেচনার কথা উল্লেখ করে ব্যাংকিং সেক্টরসহ সকল আর্থিক প্রতিষ্ঠানসমূহে এ বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে সবুজ অর্থায়নে ব্যাংকটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।