সপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়েছে ৪০৮ কোটি টাকা

Posted on October 14, 2023

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে । সূচক বাড়লেও সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহটিতে বাজার মূলধন চারশত কোটি টাকা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৬ হাজার ৭৭৭ কোটি ১৭ লাখ ৮৪ হাজার ৮২২ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪০৮ কোটি ৬২ লাখ ৯৮ হাজার ৪৬ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৩২০ কোটি ৬৬ লাখ টাকা কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৫ কোটি ০৪ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল দুই হাজার ৩৩৫ কোটি ৭০ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৮ পয়েন্টে এবং দুইহাজার ১৪১ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৬৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির , দর কমেছে ৯১টির এবং ২১৯টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ২ পয়েন্ট এবং সিএসআই ০.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৮৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৭৭৭ পয়েন্টে, একহাজার ৩০৮৮ পয়েন্টে এবং একহাজার ১৬৫৫ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ১১০ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৯১৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৩ কোটি ৯১ লাখ ০৫ হাজার ৯০৭ টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ০১২ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির , দর কমেছে ৬৭টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১১৭টি কোম্পানির।