প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন! দিতে হবে পরীক্ষা

Posted on November 5, 2024

স্পোর্টস ডেস্ক : সময়টা ভাল যাচ্ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। অন্তত, বাইশ গজে বেশ কঠিন সময়ই পার করছেন তিনি। জাতীয় দলে নিজের শেষ ম্যাচটি দেশের মাটিতে খেলতে পারেননি। সাদা পোশাকের পর আসন্ন আফগানিস্তান সিরিজে সাকিব নেই ওয়াডেতেও। এর মধ্যেই এলো খারাপ খবর। ইংল্যান্ডে প্রশ্নবিদ্ধ হলো সাকিবের বোলিং অ্যাকশন।

১৮ বছরের ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে সাকিবকে তাঁর বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এই তথ্য জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

জানা যায়, কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর এক ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। গত সেপ্টেম্বরে এই টুর্নামেন্টে ওই ম্যাচটি খেলেন সাকিব। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য তখন সারের ৮ জন ক্রিকেটার ছিলেন না। তাই ১ ম্যাচের জন্য সারের হয়ে খেলেন সাকিব। যা ২০১১-১২ মৌসুমের পর কাউন্টিতে সাকিবের প্রথম ম্যাচ ছিল। ওই ম্যাচে ৯ উইকেট নেন সাকিব। তবে ম্যাচটি ১১১ রানে হেরে যায় সারে। সেই ম্যাচে সাকিব বোলিং করেন ৬৩ ওভার। তখন অবৈধ অ্যাকশনের জন্য কোনো ‘নো বল’ ডাকেননি আম্পায়াররা। তবে প্রায় দুই মাস পর জানা গেছে, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার।

আপাতত সাকিবকে খেলা থেকে নিষিদ্ধ বা কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার ব্যাপারে সাকিবের সঙ্গে আলোচনা চলছে।

ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব।

২০০৬ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে ৪৪৭টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৭১২টি।