স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। রোববার (৩ নভেম্বর) সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী মিরপুরে ওয়ানডে সিরিজ এবং সিলেটে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ ২০২২-২৫ মৌসুমে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
মিরপুরে ওয়ানডে ম্যাচগুলো হবে ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ হবে যথাক্রমে- ৫,৭ ও ৯ ডিসেম্বর।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ১০ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে আইরিশ নারী দল।
প্রায় ১০ বছর পর বাংলাদেশে আসছে আয়ারল্যান্ডের মেয়েরা। ২০১৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিলো আয়ারল্যান্ড। সেবার সিলেটেই সব ম্যাচ খেলেছিলো আইরিশ মেয়েরা। এর আগে ২০১১ সালে বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষেই নিজেদের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলো বাংলাদেশ।
সব মিলিয়ে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ছয় ওয়ানডের মধ্যে তিনটি জিতেছে বাংলাদেশ, হেরেছে একটিতে। বাকি দু'টি পরিত্যক্ত হয়। আর টি-টোয়েন্টিতে ১১ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় আটটিতে, হার তিনটিতে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
২২ নভেম্বর ঢাকায় আসছে আয়ারল্যান্ড নারী দল https://corporatesangbad.com/490601/ |