গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর কেরাণিটেক বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ ২২ লাখ টাকা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে তিনটায় শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর ছাড়াও র্যাব ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। পরে টঙ্গীতে অবস্থিত জাবান হোটেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ প্রায় ১২৪ জন কে আটক করে।
এর মধ্যে ১১৫৩ লিটার বিয়ার (৩৪৪৯ পিছ কেন) ও ৪৫৯. ৩৭ লিটার মদ (৫৯৮ পিছ মদের বোতল) জব্দ করে। এ সময় পালাতে গিয়ে মিল্টন (৫০) নামে জাবান হোটেলের একজন কর্মচারী ৫ তালার ছাদ থেকে লাফ দিয়ে নিহত হন।
এদিকে, ভোররাতে টঙ্গীর জাভান হোটেলে অভিযান করেন যৌথবাহিনী। অভিযানে নারী ও পুরুষ সহ মোট ৮৪জনকে আটক করেন। এসময় উদ্ধার করে বিদেশি মদ সহ নগদ অর্থ। সোমবার দুপুর ১টার দিকে অভিযান শেষ করে জাভান হোটেলটি সিলগালা করেন যৌথবাহিনী। আটককৃতদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, যৌথ বাহিনীর জাভান হোটেলে অভিযানের সময় ভয়ে পালাতে গিয়ে পাঁচ তালা থেকে লাফ দিয়ে একজন নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল মাস্টার হাসপাতালে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
টঙ্গীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক ১২৪ https://corporatesangbad.com/490489/ |