ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা ২০৩ বস্তা জিরা জব্দ করেছে র্যাব।
রোববার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে ফুলপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড বেন্ডার বাড়ী দিউ এলাকায় ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ইমরান হোসেন পল্লবের গুদাম থেকে এসব জিরা জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতে অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান, র্যাব-১৪ ময়মনসিংহের নেতৃত্বে ওই এলাকায় ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ইমরান হোসেন পল্লবের নিজস্ব অটো রাইস মিলের গুদামে তল্লাশি করে ২০৩ বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়। তবে তিনি ব্যক্তি দাবি করেন, কাস্টম অফিস ময়মনসিংহ বিজিবির কাছ থেকে জিরা নিলামের মাধ্যমে ক্রয় করেছেন।
পরে ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক কাস্টমস কর্তৃক যাচাই-বাছাই করার জন্য গুদামটি সিলগালা করে ফুলপুর থানার ওসি আব্দুল হাদীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ফুলপুরে বিএনপির বহিষ্কৃত নেতার গুদামে মিলল ২০৩ বস্তা ভারতীয় জিরা https://corporatesangbad.com/490486/ |