বলিভিয়ায় সামরিক ঘাটিতে হামলা, ২০০ সেনা অপহরণ

Posted on November 3, 2024

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা তিনটি সামরিক ইউনিটে ভয়াবহ হামলা চালিয়েছে। সশস্ত্র এই হামলার মাধ্যমে হামলাকারীরা সামরিক ঘাঁটি দখল করে নেয় এবং কমপক্ষে ২০০ সেনাকে অপহরণ ও জিম্মি করে। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকদের হাতে দেশটির অন্তত ২০০ সেনা জিম্মি রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, সশস্ত্র ওই গোষ্ঠীটি গত শুক্রবার তিনটি সামরিক ইউনিটে হামলা চালায়। হামলাকারীরা সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের হামলায় তিনটি সামরিক ইউনিট জব্দ করার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘একটি সম্পূর্ণ নিন্দনীয় অপরাধমূলক কাজ যা আদিবাসী কৃষক আন্দোলনের কোনও বৈধ সামাজিক দাবি থেকে দূরে’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ একটি বার্তায় আর্স লিখেছেন, ‘সামরিক ইউনিট দখলে নেওয়া স্বদেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধ এবং দেশের সংবিধানের অবমাননা।’