ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ ত্রিশালে নাইটগার্ডে ডাক-চিৎকারে পরিত্যাক্ত রেলের ৩০ স্লিপার ও মিনি ট্রাক ফেলে পালিয়েছে একদল চোর। শুক্রবার (১ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ত্রিশালের আউলিয়ানগর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ত্রিশাল উপজেলার আউলিয়া নগর রেল স্টেশনের পূর্ব দিকে ১ নম্বর লাইনের পাশে রাখা ৩০টি রেল লাইনের পরিত্যক্ত স্লিপার অজ্ঞাতনামা ৫/৬ জন চোর একটি মিনি ট্রাকে রেলের স্লিপার তোলার সময় বাজারে থাকা নাইট গার্ড নয়ন ও সালাম চিৎকার করলে স্টেশনের ব্যবসায়ী আসাদুজ্জামান ও অন্যান্য স্থানীয় ব্যবসায়ীরা চোরদের ধাওয়া করলে তারা মিনিট্রাক ভর্তি ৩০ স্লিপার ফেলে পালিয়ে যায়।
এসআই কার্তিক চন্দ্র রায় আরও বলেন, মিনিট্রাকসহ মালামাল জব্দ করা হয় হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম আলী জানান, স্লিপার চুরির ঘটনায় স্থানীয় গেং মেড সোহেল মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ত্রিশালে নাইটগার্ডের চিৎকারে ট্রাক ভর্তি স্লিপার ফেলে পালালো চোরেরা https://corporatesangbad.com/490143/ |