সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘‘শক্তিশালী আগামীর পথে, এগিয়ে চলি একসাথে” শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন

Posted on October 31, 2024

কর্পোরেট ডেস্ক: সহনশীলতা (Resilience), পুনরুদ্ধার (Recovery) ও নবজাগরণ (Rejuvenate) এই 3Rকে নতুন মোটো হিসেবে নিয়ে ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকে শুরু হয়েছে ‘‘শক্তিশালী আগামীর পথে, এগিয়ে চলি একসাথে” শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, এফসিএমএ।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মোরশেদ আলম খন্দকার ও মোঃ আনোয়ার হোসেন, এফসিএ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মোঃ নাজমুস সায়াদাতসহ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও ঢাকাস্থ শাখার ব্যবস্থাপকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, এফসিএমএ বলেন, গত দেড় মাসে ১ হাজার ৭৫ কোটি টাকা রিকভারি হয়েছে এবং এই ক্যাম্পেইনকালীন সময়ে আরও ৫ হাজার কোটি টাকার ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ডিপোজিট আহরণেরও যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা অর্জিত হলে ব্যাংকের তারল্য সংকট কেটে যাবে। তিনি আশা প্রকাশ করেন যে, ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি সোশ্যাল ইসলামী ব্যাংক শরী’আহ কমপ্লায়েন্স ব্যাংক হিসেবে তার অবস্থান আরো সুদৃঢ় করবে।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাকসুদা বেগম বলেন, ক্যাম্পেইনে একসাথে রিকভারি ও ডিপোজিট মবিলাইজেশনের উপর গুরুত্বরোপ করা হয়েছে যা খুবই ইতিবাচক।