বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের খ্যাতিমান প্রযোজক, প্রদর্শক, পরিবেশক ও ব্যবসায়ী সাইফুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর খবরটি জানিয়ে পরিচালক অনন্য মামুন জানান, গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ২টায় ইউনাইটেড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
অনন্য মামুন আরও জানান, সাইফুল ইসলাম চৌধুরীর জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর জামে ইস্কাটন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
সাইফুল ইসলাম চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন ৩ বার। স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র বিকাশে দীর্ঘদিন ধরেই নিয়োজিত ছিলেন তিনি। বেশ কিছু ছবি প্রযোজনাসহ অনেক দেশি-বিদেশি ছবির পরিবেশনাও করেছেন।
চলচ্চিত্রের সবার সাথেই আন্তরিক সম্পর্ক ছিলো সাইফুল ইসলাম চৌধুরীর। একজন দানশীল মানুষ হিসেবেও অনেকের পাশে থেকেছেন আমৃত্যু। সাইফুল ইসলাম চৌধুরী স্ত্রী, একমাত্র কন্যা, জামাতা, নাতিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
না ফেরার দেশে চলচ্চিত্র ব্যক্তিত্ব সাইফুল ইসলাম চৌধুরী https://corporatesangbad.com/489938/ |