আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল। স্থানীয় সময় বুধবার (৩১ অক্টোবর) ওই ভূমিকম্পটি আঘাত হানে। তবে মার্কিন ভূতাত্ত্বিকরা জানিয়েছেন, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। সে কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ওরেগন অঙ্গরাজ্যের ব্যান্ডন শহর থেকে ১৭৩ মাইল (২৭৯ কিলোমিটার) দূরে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইনে। আর রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬।
তবে ওই ভূমিকম্প থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ওই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর আগে গত এপ্রিলের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সে সময় জানায়, ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাশের রাজ্য নিউ জার্সি। নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ এই কম্পন অনুভব করেছেন। তাছাড়া ভূমিকম্পে কেঁপে ওঠে ব্রুকলিনের ভবনগুলোও।
সে সময় ভূমিকম্পের কারণে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে চলা গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়। বৈঠকে কথা বলছিলেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো। কম্পন অনুভব করার সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন, এটা কি ভূমিকম্প?
এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানান যে, ফিলাডেলফিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত ও লং আইল্যান্ড বরাবর পূর্ব দিকেও ভূমিকম্প অনুভব করেছেন তারা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শক্তিশালী ভূমিকম্পে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল কেঁপে উঠলো https://corporatesangbad.com/489931/ |