আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের উজির আলী (৬৫) সাপের কামড়ে মারা গেছে। গতকাল বুধবার রাত ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত উজির আলী বলেশ্বরপুর গ্রামের মৃত. সুলতান মণ্ডলের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে মাঠে ঘাষ কাটতে গেলে একটি সাপ উজিত আলীকে কামড় দেয়। পরে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত উজির আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তিনি মারা যান।
ডা. নাজমুস সাকিব বলেন, সকালে সাপের কামড়ে আহত হয়ে ভর্তি হয়েছিলেন। রাত ১২টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের https://corporatesangbad.com/489882/ |