তিমির বনিক, স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদকে গ্রেপ্তার হওয়ার খবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা।
বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু। এসময় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন।
মিছিলে ‘ফাঁসি চাই ফাঁসি চাই-ভোট চোরা শহীদের ফাঁসি চাই’ ও ‘শহীদ চোরা ধরা খেলো’ এমন শ্লোগান শোনা যায়। সমাবেশে নেতারা দাবি করেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বিগত ২৮ বছর ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে নানান ধরনের অনিয়ম ও দুর্নীতি করে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন। বক্তারা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন এবং আওয়ামী সরকারের আমলে বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনে সফল ভূমিকা পালন করে গেছেন দূর্নীতর মাধ্যমে। তার ফাঁসি কার্যকর করতে হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৯শে অক্টোবর) রাত ১টার দিকে ঢাকা উত্তরায় নিজ বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকারসহ আব্দুস শহীদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায়। এবং আজ ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল https://corporatesangbad.com/489877/ |