কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক পি.এল.সি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মোঃ নাজমুস সায়াদাত। ইসলামী ব্যাংকিং- এ ২৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সায়াদাত প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড- এ যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
সুদীর্ঘ ১২ বছর তিনি ইসলামী ব্যাংক পি.এল.সি এর লোকাল অফিস ও বৈদেশিক বিনিময় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা ও মতিঝিল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন ও কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন এর প্রধান হিসেবে দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং তাঁর মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে সুনিপুণভাবে শাখা ও বিভাগ পরিচালনা করেন।
২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলমের দখলে চলে যাওয়ার পর ব্যাংকের নানা অনিয়ম তাঁর দৃষ্টিগোচর হওয়ায় ২০২০ সালে তিনি এসআইবিপিএলসি থেকে পদত্যাগ করেন। এরপর তিনি মুন্নু গ্রুপ এর অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মুন্নু ফেব্রিক্স লিমিটেড এবং মুন্নু এগ্রো ও জেনারেল মেশিনারি- এর স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন।
৫ আগস্ট ২০২৪ এর পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক এস আলম মুক্ত হয় এবং বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিলে তিনি আবারও এই ব্যাংকে এসইভিপি এবং এমডিএস ও ইনভেস্টমেন্ট উইং এর প্রধান হিসেবে যোগদান করেন। তাঁর দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাঁকে উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ- এর উপর বিএ (অনার্স) এবং মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এবং সাইন্স থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং-এ এমবিএ ডিগ্রী অর্জন করেন।
মোঃ নাজমুস সায়াদাত মালয়েশিয়া, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল ও ভারত সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং ব্যাংকিং বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে এবং এই প্রতিষ্ঠানের মূল্যবোধের জায়গাগুলো সমুন্নত রাখতে তিনি বদ্ধ পরিকর।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি হলেন নাজমুস সায়াদাত https://corporatesangbad.com/489723/ |